ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেসবুকের নজরদারি বন্ধ করার উপায়

ফেসবুকের নজরদারি বন্ধ করার উপায়

আপনি জানলে অবাক হবেন, ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি চালায় ফেসবুক তথা মেটা। আপনি চাইলে এই নজরদারি বন্ধ করতে পারেন। এজন্য আপনাকে জানতে হবে ট্রিক্স। জানুন কীভাবে ফেসবুকের নজরদারি বন্ধ করবেন।

ফেসবুকের নজরদারি বন্ধ করার উপায় : ফেসবুক প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করুন। এবার সেটিংস ও প্রাইভেসি অপশনে সেটিংসে ট্যাপ করুন। এখানে ‘Your Facebook Information’ অপশন থাকবে। তাতে ক্লিক করে ‘Off- Facebook Activity’ অপশনে ক্লিক করুন। এবার ‘Manage Your Off- Facebook Activity’ অপশনে ট্যাপ করে ‘Manage Future Activity’-তে ক্লিক করুন। তারপর ‘Future Off- Facebook Activity’ অপশনে ক্লিক করে দিন। এভাবে ইন্টারেন্ট অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবেন। যদিও বিভিন্ন থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থার থেকে তথ্য নিয়ে থাকে ফেসবুক। যা বন্ধ করার জন্য প্রাইভেট ব্রাউজিং মোড বা VPN ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত