ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফোনে কভার ব্যবহারে ক্ষতি!

ফোনে কভার ব্যবহারে ক্ষতি!

স্মার্টফোন কেনার পরপরই সবাই প্রথমে স্ক্রিন প্রটেক্টর লাগান। এরপর এর জন্য কভার কেনেন। অনেকেরই ধারণা ফোনে কভার থাকলে ফোন সুরক্ষিত থাক। এটা ঠিক যে ফোনের কভার ফোনটিকে স্ক্র্যাচ থেকে রেহাই দেয়। হাত থেকে পড়লে কিছুটা অক্ষত থাকে। কিন্তু অনেকেই জানেন না, ফোনের ক্ষতিও করে ব্যাককভার। কভার ব্যবহার করলে ফোনের যেসব ক্ষতি হয়- ফোনে কভার থাকলে ফোন গরম হতে থাকে। বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে ফোনে যদি সারাক্ষণ কভার রাখা থাকে তাহলে এই মোবাইলগুলো দ্রুত গরম হয়ে যায়। স্পষ্টতই ফোন গরম হওয়ার কারণে, হ্যাং হতে শুরু করে। কিছু গবেষণায় এমনও দাবি করা হয়েছে যে ফোনে কভার থাকার কারণে এর চার্জিংয়ে সমস্যা হচ্ছে। বলা হচ্ছে, ফোন গরম হতে শুরু করলে ঠিকমতো চার্জ করা যায় না। ভালোমানের ফোন কভার ব্যবহার না করলে ব্যাকটেরিয়া জমে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া, আপনার কভার যদি ম্যাগনেটিক হয় তবে এটি জিপিএস এবং কম্পাসেও সমস্যা সৃষ্টি করে। সবশেষে, আমরা যদি ডিজাইনের কথা বলি, আজকাল মোবাইল কোম্পানিগুলো ডিজাইন করা ব্যাক প্যানেলসহ নতুন ফোন লঞ্চ করছে। এমন পরিস্থিতিতে ফোনে কভার লাগালে তার লুক সম্পূর্ণ লুকিয়ে যাবে। আপনি যদি ফোনটিকে স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য একটি কভার লাগাতে চান তবে আপনি একটি কাজ করতে পারেন তা হল চার্জ করার সময় কভারটি সরিয়ে ফেলা। এছাড়া গেম খেলার সময়ও ফোনে কভার রাখবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত