হ্যাকারদের টার্গেট এবার স্মার্টওয়াচ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনের পর হ্যাকারদের টার্গেট এবার স্মার্টফোন। অনেকের মনেই প্রশ্ন- ব্লুটুথ স্মার্টওয়াচ কি হ্যাক হওয়া সম্ভব? এর উত্তর হল হযাঁ। সস্তার স্মার্টওয়াচে যদিও এর ঝুঁকি অনেক বেশি। শুনলে অবাক হবেন, দামি অ্যাপল ওয়াচ স্মার্টওয়াচেও হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে।
স্মার্টওয়াচে ফিটনেস, ফোন কল এবং মেসেজের মতো তথ্যের অ্যাক্সেস রয়েছে। তাই এটিকে নিরাপদ রাখা খুবই জরুরি।
কীভাবে বুঝবেন স্মার্টওয়াচ হ্যাক হয়েছে?
ব্লুটুথ স্মার্টওয়াচ ব্লুটুথ লো এনার্জি (বিএলই) নামে একটি প্রযুক্তির মাধ্যমে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে। এই প্রযুক্তিটি ডেটা ট্রান্সমিশনের জন্য বিভিন্ন চ্যানেল ব্যবহার করে। ব্লুটুথ এবং বিএলই-এর মধ্যে প্রধান পার্থক্য হল যে এটি নিয়মিত তুলনায় কম শক্তি ব্যবহার করে। ফলে হ্যাক হওয়ার আশঙ্কা বেশি থাকে। যদি মনে করেন, স্মার্টওয়াচের চার্জ আগের তুলনায় কম থাকছে। তাহলে সতর্ক হয়ে যান। স্মার্টওয়াচগুলো অ্যাপস কেন্দ্রিক। বিভিন্ন কন্ট্রোলার অ্যাপ দ্বারা কাজ করে। ফলে হ্যাকাররা অ্যাপসগুলোকে হ্যাক করে। ফলে তখন স্মার্টওয়াচের সব কন্ট্রোল তাদের হাতে চলে যায়।
স্মার্টওয়াচ হ্যাকিং এড়াতে করণীয়-
১) যেকোনো স্মার্টওয়াচ কেনার আগে আপনার উচিত তার সম্পর্কে গবেষণা করা।
২) নন-ব্র্যান্ডের স্মার্টওয়াচ না কেনাই ভালো। এতে আপনার ঘড়িটি হ্যাক হতে পারে। কারণ এতে তেমন কোনো সিকিওরিটি ফিচার থাকে না।
৩) ডিভাইসের ফার্মওয়্যার আপডেট রাখতে হবে।
৪) অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। তাও আবার এমন সব অ্যাপ যা আপনার স্মার্টওয়াচে কানেক্ট হবে।
৫) যদি আপনার স্মার্টওয়াচে ওয়াইফাইয়ের ফিচার থাকে। তাহলে কখনওই ঘড়িটিকে পাবলিক ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করবেন না।
৬) স্মার্টওয়াচটিকে ঠিকভাবে চালানোর জন্য ফোনে যে অ্যাপটিকে ডাউনলোড করে রেখেছেন, সেটিকে সময়ে সময়ে আপডেট করুন। নাহলে স্মার্টওয়াচ হ্যাক হওয়ার আশঙ্কা বেড়ে যায়।