এক্সে অডিও-ভিডিও কল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
মার্ক জাকারবার্গের এক্স প্লাটফর্মে এখন অ্যান্ড্রয়েড ইউজাররা অডিও-ভিডিও কল করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একটি অ্যাপ আপডেটের পর এই ফিচারটি পাবে বলে জানানো হয়েছে। যে কেউই এখন কল রিসিভ করতে পারবেন। তবে নতুন আপডেটে শুধু পেইড ব্যবহারকারীরা কল করতে পারবেন। চলতি মাসে প্রিমিয়াম ইউজাররা এনএফটিকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করায় নিষেধাজ্ঞা দিয়েছে। ইউজাররা এখন সেটিংস থেকেই ফিচারটি এনেবল করতে পারবেন। সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে গিয়ে ডিরেক্ট মেসেজেস অপশনে ক্লিক করতে হবে। তারপর এনেবল অডিও অ্যান্ড ভিডিও কলিং ফিচার যুক্ত করতে হবে। ওই অপশন থেকেই কারা কল দিতে পারবে এসবও সেট করা যাবে। এভরিথিং অ্যাপ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এক্স এখনও ছাড়েনি। নতুন অনেকগুলো ফিচার নিয়ে তারা এরই মধ্যে কাজ করছে।