ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রুকলার থেকে নিজের নাম মুছে ফেলার উপায়

ট্রুকলার থেকে নিজের নাম মুছে ফেলার উপায়

ফোনে আসা অপরিচিত কলারের পরিচয় জানার অ্যাপ ট্রুকলার। এই অ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপটির ব্যবহার এতই বেশি যে, এখন আর নিজের নাম গোপন করা সহজ নয়। কিন্তু আপনি যদি আড়ালে থাকতে চান, তারও উপায় আছে। ট্রুকলার অ্যাপ থেকে নিজের নাম সরিয়ে ফেলুন। কীভাবে তা সম্ভব? প্রযুক্তি বলছে, আপনি চাইলে ট্রুকলার থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন। ট্রুকলার থেকে আপনি যদি নিজের নাম সরিয়ে দেন, তা হলে অন্য কাউকে ফোন করলেও আপনার পরিচয় প্রকাশ্যে আসবে না। কীভাবে সরাবেন নিজের নাম? ১) অ্যানড্রয়েড ফোনে প্রথমে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন। ২) এবার ট্রুকলার অ্যাপের সেটিংসে ‘প্রাইভেসি সেন্টার’ অপশন দেখতে পাবেন। এখানেই ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন রয়েছে। সেটা নির্বাচিত করুন। তা হলেই আর আপনার নাম ট্রুকলার অ্যাপে থাকবে না। এরপরেও কিন্তু আপনার নাম ট্রুকলার ডেটাবেসে থেকে যেতে পারে। সে ক্ষেত্রে ট্রুকলার-এর ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিতে হবে। এর পরে আবার ‘ডিঅ্যাক্টিভেট’ অপশনে গিয়ে নির্বাচন করলেই নাম মুছে যাওয়ার কথা। তবে তার পরেও যদি ট্রুকলারে আপনার নাম দেখায়, তা ক্যাশে মেমোরির কারণে। কিছু দিনেই তা থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত