ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোবাইল ডেটা দ্রুত শেষ হচ্ছে?

খরচ বাঁচাতে করণীয়
মোবাইল ডেটা দ্রুত শেষ হচ্ছে?

মোবাইলে ইন্টারনেটের ব্যবহার প্রতিদিনই বাড়ছে। ফলে খরচও বাড়ছে।

প্রতিদিন ২ জিবির ইন্টারনেট প্যাকেজ কেনার পরও অনেকের কাজ শেষ হওয়ার আগেই ডেটা শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আপনার খরচ বাঁচাতে পারে স্মার্টফোনেরই একটি ফিচার। যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে অবিলম্বে ডেটা সেভ করা সম্ভব হবে। অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি ফিচার রয়েছে যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর ডেটা ব্যবহার করা বন্ধ করা যেতে পারে।

এই ফিচারের নাম ‘ ডেটা সেভার মোড’। ডেটা সেভার মোড হলো অ্যান্ড্রয়েড ফোনের একটি বিশেষ ফিচার। যা ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত না থাকলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোর ডেটা ব্যবহার সীমিত করে। ডেটা সেভার চালু থাকলে, ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবে না। মানে তারা আপডেট পাবে না, তারা পুশ নোটিফিকেশন পাঠাতে সক্ষম হবে না এবং তারা ডেটা ব্যবহার করবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত