ল্যাপটপ চার্জ না হলে করণীয়
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
বাসায় বা অফিসে ল্যাপটপে কাজ করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। নতুন বা পুরোনো- যে কোনো অবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে। বাসায় ল্যাপটপে চার্জজনিত কোনো সমস্যা হলে এই উপায়গুলো ফলো করতে পারেন-
সাধারণ সমস্যা : চার্জ না হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ ভুল হলো পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করা হয়েছে কি না বা সুইচ চালু করা হলো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এ ভুল অনেকেই করে থাকেন। এছাড়াও ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না সেটি চেক করতে হবে। চার্জার চেক: অনেক সময় চার্জার ঠিক মতো কাজ করে না। তাই ল্যাপটপ ও পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করতে হবে।
চার্জিং পোর্ট পরীক্ষা : চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না দেখে নিতে হবে। যদি সেটি হয়, নরমণ্ডব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করতে হবে।
ব্যাটারি নষ্ট : ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়। তাই ল্যাপটপ যদি কয়েক বছর পুরোনো হয়। সেক্ষেত্রে ব্যাটারি পাল্টে নিতে হবে।