ফোন হ্যাক হলে বোঝা যায় যেসব লক্ষণে
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের অজান্তে ফোনের ছবি, ভিডিও, মেসেজসহ ব্যক্তিগত ও গোপন তথ্য বেহাত হতে পারে। কাজটি বেশিরভাগ হয় হ্যাকারদের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন জালিয়াতরা রয়েছে যারা সাধারণ মানুষজনের ফোনে ভাইরাস বা ম্যালওয়ার ঢুকিয়ে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে। তার পর সেইসব পাঠিয়ে দিচ্ছে ‘ডার্ক ওয়েব’-এ। হয়তো আপনি আপনার ফোনে ই-ব্যাংকিংয়ের সব তথ্য রেখে দিয়েছেন। ফোন হ্যাক হলে সে সব নিমেষে চলে যাবে হ্যাকারদের কাছে। তাই সাবধান থাকতেই হবে। ফোন হ্যাক হয়েছে কি না তা বোঝার কিছু উপায় আছে। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন সতর্ক হতে হবে? ঝড়ের গতিতে ব্যাটারি খরচ হবে- আপনারই অজান্তে ফোনে কোনো সাঙ্ঘাতিক ম্যালওয়ার ঢুকিয়ে আড়ি পাতা হচ্ছে কি না, তা বোঝার সবচেয়ে ভালো উপায় হল ব্যাটারির চরিত্র খতিয়ে দেখা। ফোনে ব্যাটারি যদি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেতে থাকে, তা হলে বুঝতে হবে ফোনে ভাইরাস ঢুকেছে অথবা ভুয়া কোনো অ্যাপ থেকে ম্যালওয়ার ইনস্টল হয়ে গিয়েছে। হয়তো ফোনে ১০০ শতাংশ চার্জ দিলেন, কিছু ক্ষণ পরেই দেখবেন চার্জ তলানিতে গিয়ে ঠেকেছে। তখন বুঝতে হবে ফোন হ্যাক হয়েছে। সন্দেহজনক পপ আপ- ফোনে যদি সমানে সতর্কতামূলক মেসেজ বা পপ আপ আসতে থাকে, তা হলে সাবধান হতে হবে। দেখবেন, বিভিন্ন রকম অযাচিত ও অশ্লীল নোটিফিকেশন আছে, অথবা কোনো বিজ্ঞাপনে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। পপ আপ দেখে এই ধরনের মেসেজ খুললে বা বিজ্ঞাপনী নোটিফিকেশনে ক্লিক করলেই আপনার ফোনের সেটিংস পুরোপুরি হ্যাকারদের কবলে চলে যাবে। অচেনা নম্বর থেকে বার বার ফোন- অচেনা নম্বর থেকে বার বার ফোন এলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভিডিও কল এলে সাবধান। দেখবেন, বিদেশের কোনো নম্বর থেকে একাধিক বার ফোন আসছে বা অডিও কল আসছে। এগুলো এড়িয়ে যাবেন। আপনার ফোন থেকে মেসেজ চলে যাচ্ছে? ফোন হ্যাক হয়েছে কি না, বোঝার এটিও একটি উপায়।