টিভি দেখার এই ডিভাইসের উৎপাদন বন্ধ করলো গুগল
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গ্রাহক নিয়ে রাজত্ব করছে গুগল। কোম্পানি তার গ্রাহকদের প্রতিনিয়ত আরো ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য ক্রমাগত নিজের পণ্য এবং ডিভাইসগুলোকে আপগ্রেড করছে। এমনই আবহে, সংস্থাটি এবার ক্রোমকাস্ট স্ট্রিমিং ডিভাইসের উৎপাদন বন্ধ করে দিতে চলেছে। কিন্তু কোম্পানির এই পণ্যটি ১০ ??বছরেরও বেশি সময় ধরে বাজারে রয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রিও হয়েছে। এতটা ব্যবসা সত্ত্বেও, এখন কোম্পানি এই ডিভাইসের লাইনআপ সরিয়ে ফেলবে বলে জানা গিয়েছে। ২০১৩ সালে এই ডিভাইসটি প্রথম চালু করেছিল গুগল। এবং এটি দ্রুত গুগল এর সবচেয়ে সফল হার্ডওয়্যার পণ্যগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। ক্রোমকাস্ট ব্যবহারকারীদের সহজেই ফোন এবং কম্পিউটার থেকে তাদের টেলিভিশনে কন্টেন্ট স্ট্রিম করতে দেয়। এটি একটি ছোট, সাশ্রয়ী মূল্যের ডঙ্গল যা সরাসরি টিভির এইচডিএমআই পোর্টে প্লাগ করা যায়।