অনেক বেশি স্পিডের ইন্টারনেট নিয়েও দেখা যায় ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ওয়াইফাই সংযোগ করেও ভিডিও দেখতে গিয়ে বারবার লোডিং হতে থাকে। বৃষ্টির সময় এই সমস্যা আরো বেশি হয়।
রাউটার পুনরায় চালু করুন- রাউটারটি কিছু সময়ের জন্য বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সমস্যা সমাধান হয়।
রাউটারের অবস্থান পরিবর্তন করুন- রাউটারটি এমন স্থানে রাখুন যেখানে সিগন্যাল ভালোভাবে পৌঁছায়, যেমন উঁচু স্থানে বা কেন্দ্রে।
অন্য ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুন- আপনার নেটওয়ার্কে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে স্পিড কমে যেতে পারে।