ফোন হারালেও সুরক্ষিত থাকবে তথ্য
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন এখন সবার নিত্যসঙ্গী। সঙ্গে আর কিছু থাকুক বা না থাকুক স্মার্টফোনটি হাতে থাকবেই। অনেকে আছেন টয়লেটে যাবার সময়ও সঙ্গে স্মার্টফোনটি নিয়ে যান। সেখানেও স্ক্রল করেন সোশ্যাল মিডিয়া। তবে সারাক্ষণ সঙ্গে রাখলেও বেখেয়ালে ফোন হারিয়ে যেতেই পারে। ফোন হারিয়ে গেলে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে হয় তা হচ্ছে, ডাটা, ছবি, ভিডিও বেহাত হওয়ার ভয়। তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে একটি ফিচার ব্যবহারে মোবাইল খোয়া গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত সব তথ্য। গুগল এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ লক ফিচার এনেছে। থাকছে তিনপ্রকার লক সিস্টেম। থিফট ডিটেকশন লক, অফলাইন ডিভাইস লক, রিমোট লক। ভাবছেন তো কী এই থিফট ডিটেকশন লক? ধরুন রাস্তা থেকে কেউ আপনার ফোন ছিনতাই করলো। থিফট ডিটেকশন লক অন থাকলে কেড়ে নেয়ার সময় ফোনের যে মুভমেন্ট হবে তখনই ফোনটি লক হয়ে যাবে। আরেকটি ফিচার হল, অফলাইন ডিভাইস লক।
কেউ ফোন চুরি করে যদি ইন্টারনেট বন্ধের চেষ্টা করেন তখনই অফ হয়ে যাবে এই ফিচার। আর রিমোট লক ফিচার হল ফোন নম্বর ব্যবহার করে ফোন লকের পদ্ধতি। যদি আপনি ফোন খোয়া যাওয়ার পর ফাইন্ড মাই ডিভাইস ফিচারটির সুবিধা না পান সেক্ষেত্রে কাজে লাগে এই রিমোট লক ফিচার।