ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কাশির শব্দ শুনেই গুগল বলে দেবে যক্ষ্মা হয়েছে কী না?

কাশির শব্দ শুনেই গুগল বলে দেবে যক্ষ্মা হয়েছে কী না?

চিকিৎসা বিজ্ঞান এখন অনেকটাই উন্নত। এর সঙ্গে এখন যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ফলে এই দুইয়ের মিশ্রণে রোগ-ব্যাধী শনাক্ত করা এখন অনেকেটাই সহজ। যেমন সার্চ ইঞ্জিন গুগলের কথাই ধরা যাক। প্রতিষ্ঠানটি এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যার মাধ্যমে ঘরে বসেই যক্ষ্মা রোগ শনাক্ত করা সম্ভব। সাধারণত যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য কফ পরীক্ষা, রক্তের পরীক্ষাসহ আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে রোগ নির্ণয়ের আছে। তবে গুগলের পদ্ধতি নবীনতম। সম্প্রতি ভারতে এআই চালিত ক্যানসার এবং যক্ষ্মা স্ক্রিনিং চালু করে গুগল স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাচ্ছে। এবার স্বাস্থ্য পণ্যগুলিতে এআই-কে সফলভাবে ব্যবহার করছে গুগল। ভারতীয় হাসপাতালগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে, গুগলের উন্নত এআই মডেলগুলো রোগ নির্ণয় করবার জন্য ডিজাইন করা হয়েছে।

গুগল এআই যক্ষ্মা নির্ণয় পদ্ধতি : গুগল ডিটেকশন টুল এখন আগের থেকে আরো উন্নত হয়েছে। শুধু মাত্র অডিও প্রম্পট দিয়ে, গুগল এখন যক্ষ্মা শনাক্ত করতে সক্ষম। গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে, গুগল স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য বেশ কয়েকটি নতুন পদক্ষেপ উন্মোচন করেছে। তারই একটি এই যক্ষ্মা নির্ণয়ের পদ্ধতি। গুগলের গ্লোবাল ডিজিটাল হেলথ অ্যান্ড রেগুলেটরি স্ট্র্যাটেজির সিনিয়র ডিরেক্টর বকুল প্যাটেল সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচনা করেন কেমনভাবে গুগল স্বাস্থ্য পণ্যগুলোতে এআই-কে ব্যবহার করছে। ভারতের অ্যাপোলো রেডিয়োলজির সঙ্গে চুক্তিতে সারা দেশে বিনামূল্যে ৩ মিলিয়ন এআই-চালিত স্ক্রিনিং পরিচালনা করবে গুগল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত