ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শনির উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে

শনির উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে

সৌরজগতের দ্বিতীয়-বৃহত্তম গ্রহ শনি। গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ এই গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। তারা বলছেন শনির উপগ্রহে প্রাণের বসবাস থাকলেও থাকতে পারে। শনির উপগ্রহ টাইটানে প্রাণের অস্তিত্ব নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। সম্প্রতি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এর সপক্ষে পাওয়া গেল জোরদার প্রমাণ। টাইটানের উপরিভাগে কঠিন বরফের স্তর রয়েছে। বিজ্ঞানীদের ধারণা এই স্তরের নিচে মিথেন গ্যাস থাকতে পারে। যা আদতে একটি জৈব যৌগ। এই জৈব যৌগ থাকার অর্থ পরবর্তীকালে কোনও প্রাণী সেখানে থাকলে তার বাঁচার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে। এছাড়াও, নতুন প্রাণজন্ম নিতে পারবে। বিজ্ঞানী তথা এই গবেষণার অন্যতম গবেষক লরেন সুরমিয়ের সংবাদমাধ্যমকে বলেন, টাইটানে বিভিন্ন আগ্নেয়গিরির মুখ যথেষ্ট অগভীর। অন্যান্য উপগ্রহগুলোতে এই মুখ আরও গভীর হয়। এর থেকেই মনে করা হচ্ছে সেখানে মিথেন গ্যাসের অস্তিত্ব রয়েছে। যা প্রাণধারণের ক্ষেত্রে অন্যতম প্রধানবিষয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত