স্মার্টফোন চার্জ দেয়ার সঠিক নিয়ম জানেন না অনেকেই। ফলে ফোন চার্জ দিতে দেরি হয়। এমনকি কমে যায় ব্যাটারির আয়ু। কেউবা চার্জ দেয়ার সময় ফোন ব্যবহার করেন। এতে ব্যাটারি বিস্ফোরণেরও ঝুঁকি থাকে। জানুন ফোন চার্জ দেয়ার সঠিক নিয়ম। ফোনে চার্জ দিতে বসিয়ে ঘাঁটার অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। দেখবেন কেমন দ্রুত চার্জ হচ্ছে ফোন। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন। ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনো মেল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন। দেখবেন নেট সংযোগ না থাকলে তড়তড়িয়ে চার্জ হবে মোবাইলে। আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেয়া। হ্যা, তাতে হয়তো অন্যরা আপনাকে ফোনে পাবে না। খুব জরুরি কোনো ফোন আসার না থাকলে এটা করে দেখতে পারেন। ফল মিলবে দ্রুত।