জি-মেইলের স্টোরেজ খালি করার সবচেয়ে সহজ উপায়
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। আপনার জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার আরো সহজ ও মসৃণ করতে পারে এর কিছু ফিচার। জি-মেইল স্টোরেজ ফুল হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। গুগলের পক্ষ থেকে জি-মেইলে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয়া থাকে। কিন্তু তা কিছুদিনের মধ্যেই ভরে যায়। জি-মেইলের স্টোরেজ খালি করার সহজ কিছু উপায় আছে। সবেয়ে সহজ এবং প্রথম উপায় হচ্ছে অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত ডিলিট করুন। এ ছাড়া সংযুক্তিগুলো পরিচালনা করা এবং মূল্যবান সঞ্চয়স্থান পুনরুদ্ধার করতে গুগলের অন্তর্নির্মিত সরঞ্জামগুলো ব্যবহার করাসহ জি-মেইল অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য বেশ কয়েকটি কার্যকর উপায় রয়েছে। নিজেদের জি-মেইল অ্যাকাউন্ট সাফ করার টিপস। অপ্রয়োজনীয় ই-মেইল ডিলিট আর প্রয়োজন নেই, এমন ই-মেইলগুলো ডিলিট দিয়ে শুরু করতে হবে।