অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এর প্রতিবেদনে জানা গেছে, ড্রাইভে একটি গুরুত্বপূর্ণ ফিচার আনছে গুগল। এই ফিচারটির নাম ‘প্রাইভেসি স্ক্রিন’। এটি মূলত নতুন করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনছে। এর আগে এই ফিচারটি বহু আগে আইওএস ব্যবহারকারীরা পেয়েছে। সম্প্রতি গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড ভার্সনের (২-২৪-৪৬৭-৩) অচক টিয়ারডাউন করে দেখা গেছে, প্রাইভেসি স্ক্রিন নামে একটি ফিচারের কথা উল্লেখ রয়েছে। যদিও এই ২০২০ সাল থেকেই আইওএস ভার্সনে এই ফিচার রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ফিচারটি সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। ডেটা ওয়েব ব্রাউজার, অন্য অ্যাপের মাধ্যমে এখনো অ্যাক্সেস করা যেতে পারে। তবে আইওএস ভার্সন প্রকাশের সময় গুগল জানিয়েছিল, এই ফিচার নোটিফিকেশন সুরক্ষিত করতে পারবে না।
যে কারণে এই ফিচার গুরুত্বপূর্ণ : ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে প্রচুর সংবেদনশীল ফাইল সংরক্ষণ করতে পারে। এই ফিচার তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ফিচার ফোন আনলক থাকলেও অ্যাপ অ্যাক্সেসে বাড়তি নিরাপত্তা দেবে। বিশেষ করে শিশুদের ফোন ব্যবহার করার সময় এই ফিচার বেশি কার্যকর ভূমিকা রাখবে। যেহেতু স্টক অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন অ্যাপ লক নেই। তাই গুগল ড্রাইভে এই ফিচার অন্তর্ভুক্ত হলে এটি সব ব্যবহারকারীর জন্য সুবিধা।