ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ডার্ক মোডে ফোনের ব্যাটারি খরচ কমে?

ডার্ক মোডে ফোনের ব্যাটারি খরচ কমে?

ফোনের ব্যাটারির খরচ বাঁচাতে বা টেকাতে সবচেয়ে জনপ্রিয় টিপস হচ্ছে ডার্ক মোডের ব্যবহার। অনেকেই ফোনের চার্জ অনেকক্ষণ ধরে রাখতে ডার্ক মোডে রাখেন ফোন। তবে এমন ধারণা ভুল বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা বলছেন, ডার্ক মোডে রেখে ডিভাইসের উজ্জ্বলতার মাত্রা বাড়িয়ে দিলে তা আসলে ব্যাটারিকে দীর্ঘসময় ধরে টেকাতে পারে না। বর্তমানে সব ধরনের ফোন, ওয়েবসাইট ও ডিভাইসে ডার্ক মোড চালুর সুযোগ রয়েছে, যা ফোনের উজ্জ্বলতা কমিয়ে রাখতে সহায়তা করে। এই মোডে ফোনের বিভিন্ন রংকে কালো রেখে তার ওপরে হালকা রঙের লেখা থাকে। বিভিন্ন উপায়ে এই ডার্ক মোডের ব্যবহার করা হলেও এটি মূলত ফোনকে স্ক্রিনে কম আলো ব্যবহার করতে বাধ্য করে ব্যাটারিকে সাশ্রয়ী করে তোলে এমন ধারণা নিয়ে ব্যবহারকারীরা এ মোডটি সবচেয়ে বেশি ব্যবহার করেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

তবে বিবিসির নতুন গবেষণা বলছে, ডার্ক মোড ব্যবহার করলেও ব্যবহারকারীদের তাদের ডিভাইসের উজ্জ্বলতার মাত্রা বাড়িয়ে দেয়ার প্রবণতা রয়েছে, যা ব্যাটারি শক্তি সঞ্চয় না করে বরং আরও বেশি ব্যাটারি খরচ করে। এ গবেষণায় ‘বিবিসি সাউন্ডস’ ওয়েবসাইটটিকে ডার্ক ও লাইট মোড উভয় মোডে রেখে অংশগ্রহণকারীদের দেখানো হয়েছে। এর পর তাদের চোখে আরামদায়ক মনে না হওয়া পর্যন্ত ডিভাইসের উজ্জ্বলতার মাত্রা বাড়াতে বলেন বিবিসির গবেষকরা। গবেষণায় উঠে এসেছে, ৮০ শতাংশ ব্যবহারকারী ডার্ক মোডে উজ্জ্বলতার মাত্রা ব্যাপকহারে বাড়িয়েছেন। গবেষকরা বলছেন, এর মানে এই নয় যে যারা আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ব্যাটারি খরচ কমাতে চান বা কেবল তাদের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চালাতে চান তাদের কিছুই করার নেই। এক্ষেত্রে আছে কারণ বিবিসির গবেষকরা বলেছেন, ডিভাইসের উজ্জ্বলতার মাত্রা কম রেখে এখনও ব্যাটারির খরচ কমানো সম্ভব। এ গবেষণাটি কেবল প্রচলিত এলসিডি ডিসপ্লের ডিভাইস ব্যবহার করে করা হয়েছে। তবে ডার্ক মোডের সাম্প্রতিক জনপ্রিয়তার বড় একটি অংশ ওএলইডি ডিসপ্লে আসার পর হয়েছে, যা ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে। ওএলইডি ডিসপ্লেওয়ালা ডিভাইসের বিশেষ সক্ষমতা রয়েছে, যেখানে কালো রং দেখাতে ব্যাটারির খরচ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত