ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপে পোল তৈরির উপায় জানেন?

হোয়াটসঅ্যাপে পোল তৈরির উপায় জানেন?

হোয়াটসঅ্যাপ পোল একটি জনপ্রিয় ফিচার। যা ব্যক্তিগত এবং পেশাদার পরিবেশে মতামত সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগ সহজ করে তোলে। এই ফিচারের মাধ্যমে আপনি চ্যাটে সরাসরি প্রশ্ন এবং বিকল্প উত্তর দিতে পারেন এবং সেই প্রশ্নের উত্তরের ফলাফলও সবাই দেখতে পারবে। হোয়াটসঅ্যাপ পোলের সাহায্যে আপনি সহজেই ইভেন্ট আয়োজন, মতামত সংগ্রহ, এবং দ্রুত সার্ভে করতে পারবেন। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ পোল তৈরি করবেন।

হোয়াটসঅ্যাপ পোল কী? : হোয়াটসঅ্যাপ পোল এমন একটি ফিচার যা ব্যবহারকারীদের একাধিক উত্তর দিয়ে বিকল্পসহ একটি প্রশ্ন তৈরি করার সুযোগ করে দেয়। যে কোনো গ্রুপ বা চ্যাটে এই প্রশ্ন এবং উত্তর বিকল্পগুলো পোস্ট করে, অংশগ্রহণকারীরা তাদের পছন্দমতো একটি বা একাধিক উত্তর নির্বাচন করতে পারেন। সেই সঙ্গে এর ফলাফলও দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ পোল-এ সর্বোচ্চ ১২টি উত্তর বিকল্প দেয়া যেতে পারে এবং একাধিক উত্তর দেয়ার সুযোগও রয়েছে, যা আপনি প্রয়োজনে বন্ধ বা চালু করতে পারেন।

হোয়াটসঅ্যাপ পোল কীভাবে তৈরি করবেন? : হোয়াটসঅ্যাপ পোল তৈরি করা বেশ সহজ। আসুন দেখে নেয়া যাক, কীভাবে আপনি অ্যানড্রয়েড বা আইওএস (iOS) ডিভাইসে পোল তৈরি করবেন। অ্যানড্রয়েড ডিভাইসে পোল তৈরি করবেন যেভাবে ১. আপনি যে চ্যাটে পোল তৈরি করতে চান, সেটি খুলুন। ২. অ্যাটাচমেন্ট আইকনে (কাগজের ক্লিপ) ট্যাপ করুন। ৩. ‘পোল’ অপশনটি নির্বাচন করুন। ৪. ‘কোয়েশ্চেন’-এর জায়গায় আপনার প্রশ্ন লিখুন। ৫. ‘অপশন’-এর জায়গায় ১২টি পর্যন্ত উত্তর বিকল্প লিখুন। ৬. যদি একাধিক উত্তর নির্বাচন করতে না চান, তাহলে Allwo Multiple Answers অপশনটি বন্ধ করে দিন। ৭. সবকিছু সম্পন্ন হলে ‘সেন্ড’ অপশনটি ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপ পোল কীভাবে দেখবেন? : আপনি পোল-এর ফলাফল দেখতে পারেন। এর জন্য ১. হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং পোল-সহ চ্যাটটি খোলুন। ২. পোল-এ Viwe Votes অপশনটি ট্যাপ করুন। ৩. এখানে আপনি ফলাফল দেখতে পাবেন এবং অংশগ্রহণকারীদের বিস্তারিত ভোটও দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপ পোল কীভাবে মুছে ফেলবেন? : যদি আপনি পোল মুছে ফেলতে চান তাহলে, ১. পোল-সহ চ্যাট খুলুন। ২. পোল-এর উপরের ডান কোণায় ডাউন অ্যারোতে ট্যাপ করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত