ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গাছও কী তবে বাতাস দূষিত করে?

গাছও কী তবে বাতাস দূষিত করে?

প্রতি বছর ছয়শ টেরাগ্রাম পরিমাণে কম পরিচিত এক উদ্বায়ী জৈব যৌগ নির্গত করে গাছ। যেটিকে বলা হচ্ছে আইসোপ্রিন। অনেক কারণেই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ উপাদান গাছ। বাতাসকে ঠান্ডা রাখে, মাটি স্থিতিশীলতা বজায় রাখে, প্রাণীকূলের জন্য খাদ্য ও আশ্রয় দেয় এরা। পরিবেশ থেকে কার্বন শুষে নিয়ে বাতাস পরিষ্কারের ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে এদের। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে পরিচিত উদ্বায়ী জৈব যৌগ হচ্ছে মিথেন। এদিকে, আইসোপ্রিন নামে স্বল্প পরিচিত এক উদ্বায়ী জৈব যৌগও নির্গত করে গাছ, যেটি জৈবসংশ্লেষণে ব্যপকভাবে ব্যবহৃত হয়। বিজ্ঞান বক্তা, টেলিভিশন ও ন্যাশনাল জিওগ্রাফিক-এর উপস্থাপক জর্জ জাইদান সম্প্রতি তথ্য দিয়েছেন, প্রতি বছর ছয়শ টেরাগ্রাম পরিমাণে আইসোপ্রিন নির্গত হয় গাছ থেকে যে পরিমাণ পরিবেশের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বিভিন্ন বড় শহরে জীবাশ্মণ্ডজ্বালানি পোড়ানোর মাধ্যমে তৈরি নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ভূপৃষ্ঠেই ওজোন স্তর তৈরি করতে পারে এই আইসোপ্রিন। পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এই গ্রাউন্ড লেবেলের ওজোন স্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত