ঢাকা ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে চলা

ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে চলা

ঘরে বসে কাজের সুযোগ থাকায় এখন অনেক নারী ফ্রিল্যান্সিং করছেন। অনেক নারী আবার এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলছেন। অনেকে এরই মধ্যে এ পেশায় সফলও হচ্ছেন। মূলত কাজের দক্ষতা অর্জন করে কাজ করলে সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। তেমনই একজন কামরুন নাহার টুম্পা। তিনি ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে ভালো আয় করছেন। কামরুন নাহার টুম্পা বলেন, আমার বাবা চাকরি করেন। মা গৃহিণী। আমি পড়াশোনা করেছি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে। পড়াশোনার খরচ জোগাতে বাবার বেশ কষ্ট হতো। আমি নিজেও টিউশনি করে কিছু টাকা আয় করতাম। কিন্তু তাতেও হচ্ছিল না। ভাবতাম পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায়, তাহলে ভালো হতো। তখন খোঁজ পাই কোডার্সট্রাস্ট বাংলাদেশের। এ প্রতিষ্ঠান বিনামূল্যে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ফেইসবুক থেকে ডব্লিউএসডিএফএম সম্পর্কে জানার পর কোর্স করি। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করি। প্রথমে ১০ ডলারের একটি কাজ পাই। এর কিছুদিনের মধ্যেই ৬ হাজার ডলারের বেশি আয় করি। মূলত প্রশিক্ষণ শেষে কাজ পাওয়া ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করে আস্থা অর্জন করা কঠিন। তবে এ কাজে কোডার্সট্রাস্ট বাংলাদেশের মেন্টররা আমাকে অনেক সাহায?্য করেছেন। বর্তমানে আমি ফাইভার মার্কেটপ্লেসে ছাড়া অন্য মার্কেটপ্লেসগুলোতেও কাজ করছি। নেদারল্যান্ডসের বায়ারের কাজ দিয়ে শুরু করেছিলাম। এখন সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের এলইডিপি প্রকল্পের একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে কাজ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত