ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিভোর এক্স সিরিজ স্মার্টফোনে দারুণ ফিচার

ভিভোর এক্স সিরিজ স্মার্টফোনে দারুণ ফিচার

স্মার্টফোনে অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির সংযোজনে কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করছে ভিভো। এর ফলে বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্যামেরা প্রযুক্তিতে সব কিছুকে ছাড়িয়ে গেছে ভিভোর সর্বশেষ সংযোজন ভিভো এক্স৭০প্রো (৫জি)। এর আগে দেশের বাজারে সাড়া ফেলেছিল ভিভো এক্স৬০প্রো। এটি প্রিমিয়াম মানের স্মার্টফোন। অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষমতাসম্পন্ন এক্স৭০প্রোতে (৫জি) রয়েছে ৫জি নেটওয়ার্কিং প্রযুক্তি। দুর্দান্ত ছবির জন্য রয়েছে বিখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের তৈরি লেন্স ও টি কোটিং প্রযুক্তি। এছাড়া এর রয়েছে গিম্বল স্ট্যাবিলাইজার ৩.০ প্রযুক্তি, যা চলমান অবস্থায় স্থির ও স্পষ্ট ছবি ধারণে সহায়তা করবে। তাই চলন্ত ট্রেন থেকে কিংবা সমুদ্রে স্পিডবোটে থেকেও রোমাঞ্চকর ছবি তোলা এখন আরও সহজ হবে। এর পেছনে চারটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে। ব্লু ও ব্ল্যাক এই দুই রঙের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার-কোয়াড অ্যারোতে রয়েছে ৫০ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। বায়োটার, ডিস্টাগন, প্ল্যানার ও সোনার নামের জেইসের চারটি পোর্ট্রেট লেন্স ফিল্টার ব্যবহার করা হয়েছে এ ফোনে। এতে আরও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। আরও রয়েছে ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ও রয়েছে ফানটাচ ওএস ১২। দুর্দান্ত কনফিগারেশনের ব্যতিক্রমধর্মী এ ফোনটি মোবাইল ও প্রফেশনাল ফটোগ্রাফির দুরত্ব কমিয়ে সবার নজর কেড়েছে। ২০২১ সালের ১০ অক্টোবর রিলিজ হওয়া ভিভো এক্স৭০ প্রো ৫জি বাংলাদেশে এক্স সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন, যার দাম ৭২ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত