ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়ন

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়ন

তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আয়োজন করে। ২৭ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলÑ বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা অংশগ্রহণ করেন। সভায় মূল বিষয় উপস্থাপন করেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়ন, কর্মসংস্থানের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নকল্পে আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে মাঠ প্রশাসনের সহায়তার বিষয়ে সভায় আলোচনা হয়। মাঠ পর্যায়ে বিশেষ করে জেলা প্রশাসনের অধীন সরকারি বিভিন্ন প্রোগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টি করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার বিষয়টি উঠে আসে। জেলা প্রশাসকরা আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে জেলা প্রশাসন সম্পৃক্ত হয়ে সরকারের গ্রহীত এ ধরণের প্রোগ্রামে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত