রহমান মাজিদ

মাথাভাঙা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তোমার আকাশে ভালোবাসার জল, যত আছে জমা

ভিজিয়ে দিয়েছে আমাকে, সব নারীকে

পাশেই পড়ে আছে নিথর, মৃত মাথাভাঙ্গা

যে ছিল ভালোবাসার কাঙাল, জলের সখা

ভুল অস্ত্রোপচারে কেটেছে তার মুত্রথলি।

ভালোবাসলে নারী হয় চুলখোলা নদী

আর নদীরা হয়ে যায় দুগ্ধবতী গাভী

অথচ মরা মানুষের নিশ্বাসের মতো নিশ্চল

আমার মাথাভাঙা, শুয়ে আছে কাদার খাটে

কেউ তার নাভিতে দেয়না জলের নিড়ানি।