ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হানিফ রুবেল

শীতে তোমাকে ভুলিব
হানিফ রুবেল

এই শীতে তোমাকে ভুলিব-

কুয়াশা ঘেরা এই সীমাহীন পথ মাড়িয়ে

দিকহীন চলে যাব নিরুদ্দেশে...

চেনাজানা পথে ফেলে তোমার মুখচ্ছদের রোদ,

আর্ত হাওয়ার বিজনে মুছে নেব ধূসর ক্রন্দন।

স্মৃতি কাতরতা পূষে আর কতকাল রব একা-অধীর?

শূন্যতার কাঁটাবনে প্রত্যেহ যে পাতা ঝরে গাঢ় অভিমানে-

তার সঙ্গে খেলে খেলে যখন জেনেছি তুমি সুদূরের তীর,

তখন তাকে বলে দিও, আমি চলে গেলাম শূন্যেই 

ছেড়ে মায়া শালিকের নীড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত