সুজন আরিফ

বাজিকর তরুণ 

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কাঠফাটা রোদ কিছুতেই জড়ো হতে দিচ্ছে না

শান্তিপ্রিয় মেঘকে

রূপ হারিয়ে বিবর্ণ শরৎ সর্বহারা ভিক্ষুকের মতো

প্রতিদিন দাঁড়িয়ে থাকে আমার দর্শনের দরোজায়।

বাজিকর তরুণ নক্ষত্রের ঠোঁটে চুমু খেয়ে

অবলীলায় নাচিয়ে দিই অসুস্থ আকাশের বুক

জন্ম নেয় আরও একটি আগুনে ভাষা

নিমেষেই সেরে যায় পৃথিবীর অসুখ।