ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রায়হান উল্লাহ

বিহ্বল কথোপকথন
রায়হান উল্লাহ

মুদ্রা ভাঙ। সংসার ভেঙেচুরে গড়ি। মানুষ জমাতে গিয়ে আক্ষেপে পুড়ি। পথ হাঁটি রাঙাতে। রঙিলা ভুবন; আজব বিকিকিনি। অধিকার, স্রোতধারা- ফেনিল জলজ। গড়াচ্ছে সব চুমে। খুঁজে ফিরি- জমানো কথা, বাঙময় বুলি। কেমনে তোমারে বলি? বেভুল বাঁধিনি সংসার! তছনছ পথ থেকে পথে। ঝুলি কলা মিথে। থেকে কেঁদে দেখে। তুমি আমাকে দেখ? হাসে সময়। মুদ্রার খেলা-হেলায়। সংসার ছারখার। জমানো চলছেই। কিছু হারাবার নয়? তুমি, সময়, সভ্যতা মিলেমিশে জীবন। কথারা হারায়, আমিও। সংসার নিরাকার। ভাঙচুর জীবন। রঙিন আমরা। থেকে যাই, কথামালায়। বিহ্বল কথোপকথন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত