অনু ইসলাম

তাসের ঘর

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গল্পগুলো অন্যরকম হতে পারত; কিন্তু সবটাই ব্যর্থতার গল্প!

আনন্দযোগ নেই, জীবনের তেমন একটা উত্থান-পতন নেই-

গড়পড়তায় সবকিছুতেই নাটকীয় ব্যর্থতা। কোনো কিছু এখন অবশ্য স্থিতিশীল নেই; ঊর্ধ্বগতিতে উঠছে যাপনের গ্রাফিতি।

ব্যক্তিত্ব, সমাজ কিংবা রাষ্ট্র সবই এখন নিম্নমুখী অবগাহনে ছুটছে। ব্যক্তিত্বে আর ব্যক্তিত্ব থাকছে না! সমাজ ঘুণপোকায়

খেয়ে নিয়েছে! রাষ্ট্রের মুখাবয়ব এখন বিমূর্ত এক শিল্পকলা!

মানুষের এখন অতিমাত্রায় অর্থের ক্ষুধা; তীব্র প্রতিযোগিতা-

বেলাশেষে, ব্যর্থ গল্পের উপসংহার!

একদিন- মানুষ অবশ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে!