ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আদিল সাদ

প্রণয়
আদিল সাদ

ছুটি শব্দটি হারিয়ে গেছে

মৃদুস্বরে ডাকা নামটিও নেই

প্রতারিত খামে ডাক বাক্সে আসা চিঠি

অযথা চোখের জলে ভাসা ভাসা শব্দে

নীরব সমুদ্রের স্নানে

ডুবে থাকে অদৃশ্য কৌতুহল।

হয়তো অপরাধীর ভাষায়

নিঃশব্দের ঘোরে, অশ্রু ভেজা চোখে

অদৃশ্য হয়ে গেছে অস্পর্শ করা বুলি

আর থেমে আছে অসমাপ্ত লাইন

তুমি যাকে অভাব বলো আমি বলি নিয়তি

তুমি যাকে প্রেম বলো, আমি বলি অভিনয়

প্রেম বিষাদের স্মৃতি লিখে রাখে প্রণয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত