বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের কৃত্য-নৃত্য-ভাষা ও সংস্কৃতি’ শীর্ষক বই প্রকাশিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বইটি লিখেছেন। চা বাগানের সংস্কৃতি মূলত বিভিন্ন জাতি-গোষ্ঠী-ধর্ম-উৎসব-পুজো-পার্বণকেন্দ্রিক সংস্কৃতি। এ ধরনের সংস্কৃতি প্রায়ই ধর্মাচরণ প্রভাবিত ও চা শ্রমিকদের আদি উৎসভূমির আচার-আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। বইটিতে মাঠপর্যায়ে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্তের সাহায্যে গবেষক চা শ্রমিকদের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানান দিক নিয়ে নিবিড় পরিচর্যা ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্লেষণ উপস্থাপন করেছেন। এ ছাড়া বৃহত্তর সিলেটের চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে। ফলে একসঙ্গে চা শ্রমিকদের বিষয়ে সার্বিক দিক জানার সুযোগ হবে। বইটির দাম ৩০০ টাকা।
লেখকের প্রকাশিত বই : লাল সবুজ পতাকা (কাব্য, ২০১০), মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু [সম্পা.] (২০১০), জিলাপি (নাটক, ২০১২), ভাষার নানারূপ (গবেষণা, ২০১৪), বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা সুনামগঞ্জ [প্রধান সমন্বয়কারী], (২০১৪), নীলাকাশে কালো মেঘ (নাটক, ২০১৫), ক্ষুদ্র নৃগোষ্ঠ নাট্য-মীর মশাররফ-কায়কোবাদ এবং (গবেষণা, ২০২১), রবীন্দ্র-নজরুল (গবেষণা ২০২২ )।