ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাজমুল ইসলাম সীমান্ত

সব; সব থেমে যায়
নাজমুল ইসলাম সীমান্ত

থামতেই তো হয়, সেই কবে থেমে গিয়ে,

দেয়ালে ঝুলে আছে এক সমুদ্র নজরুল!

এক আকাশ রবীন্দ্রনাথ!

চলতে চলতে থেমে গেছে

বলতে বলতে চলে গেছে বেদনার কসরতে...

আনন্দের জীবন সাঁতরিয়ে আমাদের জীবনানন্দ!

দ্রোহে দারিদ্র্যে অনটনে অভিমানে

হেঁটে হেঁটে থেমে গেছে

ছড়াতে ছড়াতে মিশে গেছে

এই ধূলির ধরার সীমান্ত ছাড়িয়ে

অকালে অতলে ঝলসানো সুকান্ত।

থামতেই তো হয় ফুরাতেই হয়,

মানুষকে জীবনকে; জীবনকে মানুষকে!

যেমন থমকে যায় ভালোবাসা

যেমন ফুরিয়ে যায় বিশ্বাস,

চিরকালীন স্রোতস্বতীও যেমন

একদিন শুকিয়ে যায়, গোপন প্রিয়ার চঞ্চুতটে

যেমন মুছে যায় হাসির রেখা,

তেমন ফুরিয়ে যায় সব; সব।

সব; সব থেমে যায় তেমন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত