আলী আকবর বাবুল 

সুহাসিনী

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আকাশ পরীর ইচ্ছে চরণ বিলে পানকৌড়ি 

বুকের মাঝখানে সুখের আলপনের ছন্দ ছড়া-ছড়ি

মৃদু কম্পনে আকাশ পরীরা উড়ায় ডানাঘুড়ি

সুখের স্পন্দনে বসন্ত ফুলের হাসি উড়ি উড়ি

দেহের আকুতি প্রতীক্ষায় রজনী তিমির মন-ঘুড়ি

বৃষ্টি বিলাসে দেহের সবুজ বৃক্ষগুলো করবে মনচুরি

জোছনাকুমারী জমিনে এক চিলতে সুখের ইচ্ছে ঘুড়ি

রমণীর চির বসন্ত ঋতুতে ঝরনার ফুলঝুরি।

নির্জন বনছায়ায় উজ্জ্বল সুহাসিনী হাতে লাল চুড়ি

শিকারির মতো উদ্ভট চাহিদায় ঢেউয়ের তরঙ্গ ঘুড়ি

লাল শাড়িতে জড়ানো সুগন্ধি ভরা মাতাল রমণীর দেহ-তরী।

সুখের মধু জোছনা স্বাদে ঢাকা পড়ে দু’জনের ইচ্ছে ঘুড়ি

থর থর কাপে ঠোঁট দুটি,

শত সুখের আবেশে চল উড়াই আকাশ ঘুড়ি।