ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদ্যনাথ ঘোষ

অপেক্ষার পালায় দাঁড়িয়ে
আদ্যনাথ ঘোষ

আকাঙ্ক্ষারা যদি ঘুরেফিরে বারেবার আসে

তাহলে তোমাকে কী করে রাঙাব বলো-

উন্মুক্ত আতর মাখা সবুজের মাঠ, বিচ্ছুরিত সতেজ উচ্ছ্বাস।

বরং তোমার হাতে রাখব না আমার বিব্রত হাত।

তুলে নেব যন্ত্রণার কালকেউটে সাপ, বিষাক্ত বাতাস।

যা-চোখ থেকে ঝরাবে ফোঁটা ফোঁটা জল, লুটানো ফাঁপর।

সে-তীব্র কষ্টতে আমি ধুয়ে নেব আমার অসুখ।

কতো জন্মণ্ডজন্মান্তরে ভেঙেচুরে সাজিয়েছি চন্দরের ঘর

কী করে আমি সে-ঘরে সুখণ্ডবৃষ্টির সোহাগজল ছিটাব-

বলো, - চোখের পরাণ পুষ্প, প্রজাপতি নিশুতি নিয়তি-

নেশাধরা পাগল বাতাস আর শরীরের সবুজ স্বপন।

এসব আসার পথ এত দীর্ঘ, এত পঙ্কিল-

তবু অহর্নিশ অপেক্ষার পালায় দাঁড়িয়ে নিস্পলক চেয়ে থাকি-

প্রণতির বাসনার কাজল মেখে, ও- অনন্তকাল...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত