আশরাফ আলী চারু

বিভ্রম

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তারা আমার মতন নয়

গা ভরা অট্টালিকা তাদের

পাহাড় সমান আগুনের ডেক বুকে

বখিলতা তাদের মানায় আমার নয়।

আমার টুকানো বোতল মানিক

ধোঁয়ার কুণ্ডলী পাকায়

লোলজিব হয় না আগুন তবু

হাজার হাজার পালক ছেড়া পাখি

উষ্ণতা নেয় আমার এ আগুনের কাছে।

বিভ্রম না ভর্ৎসনা মেপে নেয়-

শিং নাড়ানো শীত ওজনদার যে তাকেও।