দিলরুবা নীলা

মায়াশালিক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সেদিনও ছিল এমন অলৌকিক ক্ষণ

একঝলক রোদ এসে বসেছিল মায়াশালিকের গা ঘেঁষে।

কিছুটা উষ্ণতায় মোহাচ্ছন্ন পালকের বাগান।

সেই থেকে নয় তো আর একা হিজলের বন,

দলছুট মেঘ অথবা মৌন পাহাড়!

এবং আকাশ এত নীল হলো সরষেরা দোর্দণ্ড হলুদ 

কিংবা কবিতারা পেল ছবিময় আরও গতি! 

নদীর ঢেউ-গুছিয়ে রাখার কৌশলে 

সঞ্চয়ে রাখি ঠিকঠাক সে-ইতিহাস।  

কবিতার মতো তুমিও আমাতেই করো না কি বসবাস?