তারেক হাসান

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জোঁকের সুখ

জীবনের শেষ অংশ লুটিয়ে পড়ে 

তরুণীর ডিনামাইটের আঘাতে,

ক্ষতবিক্ষত হয় শিবদার নিজেই

গুহার মুখে লুকিয়ে।

লজ্জার জল খসিয়ে, একটু শাসিয়ে

নিজেকে কুঁকড়ে নেয় জোঁকের মতো ভয়ে,

তবুও সুখের ঢেঁকুর তুলে বলে

এ কেমন সুখ হায়রে-হায়রে!

তৃপ্ততাক্ষণ

চৌকাঠে পা রেখেই, পা দুটু কেঁপে উঠে

সাহস হারিয়ে চুম্বন করতে পারি নাই ঠোঁটে,

নিঃশ্বাস চেপে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার

ঠিক যেন ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসা বিষধর সাপ।

কতক্ষণ ফণা তুলে ফসফস করে এলিয়ে দেয় দেহ

যেন তপ্তময় মরুর বুকে এক পশলা শান্তির বৃষ্টি,

আমার বুকে মাথা রেখে বলে, এ যেন চেয়েছিলাম

বহু আগেই, অপেক্ষা করতে হলো কত প্রহর!

তবুও তো তুমি এলে, এ কামনার দেহে

তৃপ্ত করলে আমায়, নিঃশব্দে ভালোবেসে।