ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফারজানা মুন্নি

ভাঙন
ফারজানা মুন্নি

দু’হাত ভরে বিরহ কুড়িয়ে নেয় রহস্যময় রাত

জন্মের ক্ষতগুলো বিষাদের একতারা-

অবিরাম বাজতে বাজতে ফুরিয়ে যায়,

ফুরিয়ে যায় রক্তাভ পদচ্ছাপ আর উদ্যত কালো ছায়া রেখে।

পৌরাণিক গল্পে তুমি শায়িত এক অতিথি যোদ্ধা

আগুনের লেলিহানে নিজেকে রেখে শব্দ পোড়াও, আর

নিঃস্ব ধূলির চিরায়ত শোক জেগে ওঠে জলপ্রপাতের মতো।

তারপর ভুল ও ভাঙনের দাবি নিয়ে সমাগত হবে তোমার

এক অদ্ভুত আক্ষেপ। আর বর্ষার বেনোজলে ভেসে যাবে পাড়,

সবশেষে ঝুলে থাকা বৃক্ষমূলে তোমার বেজে ওঠবে সুর,

তারপর একদিন-

বুকের ভেতর একটানা ঢেলে যাবে ক্ষরণের বিষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত