ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গোলাম রববানী 

হে ওয়ারিশ রেখো একটি দাবি 
গোলাম রববানী 

না, চাই না প্রেম! না, চাই না প্রেয়সী! 

যদি পারো দিও-হাতে তুলে নিও

উজান ঘৃণায় তিন টুকরো মাটি 

হিমেলের জলে আগুন ঝরে কী অঝরেই

সেই ভাঙা বাড়ি- মাটি খায় মাটি

মুসাফির নাশহীন মরি এ-কি দম্ভ নিয়ে...

ফিরি না ভুলেও, দিই না মোটেও নতশির খানি

না, চাই না শত্রু! না, চাই না রক্ত! চাই অনুরাগের ভক্ত

যদি যাই কেটে- যাক না জীবন; জীবনের সমস্ত ওক্ত

চাইতো সেই বিশ্বাসেরই সাম্য! ভোজনযোগ্য গদ্য পদ্য!

চাই তো নীলপদ্ম, জানি প্রেমও অন্ধ- বন্ধ হবে ছন্দ

বরই পাতার মেশানো হালকা জলে যদি পাই সৌভাগ্য;

স্বজনে স্বজন মেখে নিও ভুলে-আতর লোবান জলের সুগন্ধি;

পাপীতাপী আমি আঁখি খুলে দেব মাটি নিরবধি:

যদি ডাকো তাকে পবিত্র হাতের শুদ্ধ এই মোনাজাতে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত