কবিতা
অরবিন্দ চক্রবর্তী
(বৈ)বাহিক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অভ্যাস থেকে নদীসাক্ষাৎ এবং ডুব ডুব করে চৌকস রেকি
ওই তো নৌকোমতো পাল তুলে চিকনা যায় প্রপাত
মফস্বল ধরে ঝাঁকুনি দেয় ঢেউ পায় তোমার সাংঘাতিক তল-পাটাতন
গুঢ়ায় কে? গুঢ়ায় কে?
মতো কুয়াশা, অথবা কুয়াশা; এখনো ধীরধীর
দেখা যায় অতঃপর সুভোর।
যদি-বা
গলুই জিগড়ে ওঠে
নিশ্চয়ই
ঢেঁকিপর পার। ফলে, বন্দরঘেঁষে একনাগাড়
লণ্ঠন আর হারিকেন প্রকৃত মায়ান।
তবু জ্বর তিনসত্যি, সাঁতার ঠিকরেও কুঞ্জমন
গভীর ভেঙে টোকা করে, ভেতরের শরীরকে, অতএব জায়মান রাত্রিকেও।