ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কবিতা

অরবিন্দ চক্রবর্তী

(বৈ)বাহিক
অরবিন্দ চক্রবর্তী

অভ্যাস থেকে নদীসাক্ষাৎ এবং ডুব ডুব করে চৌকস রেকি

ওই তো নৌকোমতো পাল তুলে চিকনা যায় প্রপাত

মফস্বল ধরে ঝাঁকুনি দেয় ঢেউ পায় তোমার সাংঘাতিক তল-পাটাতন

গুঢ়ায় কে? গুঢ়ায় কে?

মতো কুয়াশা, অথবা কুয়াশা; এখনো ধীরধীর

দেখা যায় অতঃপর সুভোর।

যদি-বা

গলুই জিগড়ে ওঠে

নিশ্চয়ই

ঢেঁকিপর পার। ফলে, বন্দরঘেঁষে একনাগাড়

লণ্ঠন আর হারিকেন প্রকৃত মায়ান।

তবু জ্বর তিনসত্যি, সাঁতার ঠিকরেও কুঞ্জমন

গভীর ভেঙে টোকা করে, ভেতরের শরীরকে, অতএব জায়মান রাত্রিকেও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত