ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝুটন দত্ত

অনুক্রম
ঝুটন দত্ত

এ অদ্ভুত সন্ধ্যায় নিজেকে বড্ড অচেনা লাগে;

এসব শীতল দিনে ফুলের স্পর্শ বা গন্ধ নেই কোথাও,

দিন ফুরিয়ে গেলেও বৈকালিক রোদের চাদরে

এতটুকু উষ্ণতা জমা নেই।

আমাকে সঙ্গে নিয়ে পাথর শিয়রে ঘুমিয়ে

আছে অনাদি কালের রাত,

তবুও সকাল হয়, মরা নদী ডেকে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত