ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেলায় নতুন বই

মেলায় নতুন বই

ড. মুকিদ চৌধুরী : অমর একুশে বইমেলায় এসেছে নাট্যকার ড. মুকিদ চৌধুরীর চারটি বই। এর মধ্যে আগামী প্রকাশনী এনেছে ‘জার্মানি (অতীত ও বর্তমান)’ বইটি। বইটির দাম ১৮০০ টাকা। এ ছাড়া অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে দুটি বই। এরমধ্যে আছে ‘জার্মান সাহিত্য (প্রারম্ভ থেকে অধুনা)’ ও ‘ আটই ফাল্গুন’। অন্যদিকে এসেছে ‘কলকাতায় মির্জা গালিব’। নাটকের এ বইটি এসেছে প্রতিকথা প্রকাশনী থেকে। দাম ৩০০ টাকা।

শফিক হাসান : রম্যরচনা ‘ফরমালিনের রাজ্যে ফল চিরঞ্জীব’। লিখেছেন শফিক হাসান। প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ লুৎফি রুনা। দাম ২৮০ টাকা। কবিতার বই ‘ঘুমের বাদ্যে রাষ্ট্র নাচে’। লিখেছেন শফিক হাসান। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন আল নোমান। দাম ৩০০ টাকা।

রণজিৎ সরকার : গল্পের বই ‘আত্মরতি’। প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। প্রকাশ করেছে টাঙ্গন। দাম ৩০০ টাকা।

রনি রেজা : গল্পের বই ‘খালুইভর্তি হাহাকার’। লিখেছেন রনি রেজা। প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। দাম ১৬০ টাকা।

রিক্তা রিচি : কবিতার বই ‘আমাকে লিখে রাখো’। লিখেছেন রিক্তা রিচি। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন।

রায়হান উল্লাহ : কবিতার বই ‘মায়াপথিক’। প্রকাশ করেছে রৌদ্রছায়া। প্রচ্ছদ এঁকেছেন মাহতাব শফি। দাম রাখা ২০০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত