সুজিত কুমার দাস
জীবন সমীকরণ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যদি অনুরাগ হয় তবে ছুঁয়ে দেব অনুরাগে
যদি হাত বাড়িয়ে ছুঁতে না পারি তবে মন দিয়ে ছুঁয়ে দেব
নক্ষত্র থেকে নক্ষত্রে হেঁটে যাব চোখের পলকে-
এ বিশ্বব্রহ্মান্ডে কে আটকাবে বলো?
নিঃসঙ্গ নিরবতার হাতে হাত রেখে চলে যাব
পূর্ণিমার চাঁদের কাছে-আমিও চাঁদ হব-
ভালোবাসি বলে ভেবনা তোমাকে ছাড়া নিঃস্ব আমি
উড়ন্ত ঐ পাখিদের দলে আমিও একজন-
উড়ে যাব দিকচক্রবালে।
সমুদ্র তীর থেকে ঐ সুদূরে-
যেখানে চোখ ঝাপসা হয়ে আসে সেখানেও আমি আছি।
শীতের রাতে যে ছেলেটি বস্তা গায়ে ইট মাথায় শুয়ে
থাকে গাছতলে মনে রেখ সেও আমি।
ভালোবাসি বলে ভেবনা তোমাকে ছাড়া নিঃস্ব হব,
জীবন সমীকরণের সমাধান কখনও শূণ্য হয় না।