চাঁদের অন্ধত্বে পড়া না হোক
নিঃসঙ্গ জীবনের কোন গল্প
সেদিন দেখা হলে না হয় বাকী কথা বলব।
পাষাণের নিচে চাপা পড়ে থাক
মমতাসিক্ত প্রতিটি সকাল,
পড়ে থাক স্মৃতিভারে কাল থেকে মহাকাল।
স্বপ্নরা পড়ে থাক পথিকের পথে
যেতে যেতে না হয় কেউ কুড়িয়ে নিবে সাথে।
বসন্ত এসে জাগাবে পাখির গান
দখিন হাওয়ায় প্রভাত আসুক রোজ
ফাগুন দিনে আমায় কেউ, নাইবা নিল খোঁজ।
ক্লান্ত প্রদীপ কেঁপে কেঁপে নিভে যাক
শুকতারা না হয় খসে পড়ুক পৃথিবীর প্রান্ত,
পড়ে থাক না হয় শরাবের শূন্যপাত্র,
সময় নিঃসৃত স্রোতে ডুবে থাক
শব্দহীন রাতে একাকিত্ব আঁধারের গাত্র
কি এমন ক্ষতি! ক’টা দিনই তো আর মাত্র!