মো. সাইফুল ইসলাম

অমা’র ঘোর

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মায়ায় বাঁধা আমার এ ঘর

আমায় আপন করে

ঘুম পাড়ানির গান শোনাল

বছর বিশেক ধরে।

আমার শোবার পালঙ্কটা

দিনে দিনে বছর

ঘুম ভাঙানির সূর্য হয়ে

নিত্যদিনের আসর।

চোখের জলের সাক্ষী শত

আমার তাকিয়াটা

পুলক রাতে সেই হয়েছে

সঙ্গ সোহাগ মিঠা।

আজ হয়েছে যাবার সময়

সবাই অপেক্ষায়

কখন যাব আসবে নতুন

তর যে না আর সয়।

অমা’র ঘোরে যে ফুল ফোটে

নিষ্প্রদীপের নিচে

সেই ফুলেরই সুবাস নিলাম

ঘুরলাম তারই পিছে।