মো. মাসুদুজ্জামান তালুকদার

স্বপ্ন ও ভালোবাসা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমি এখন আর সমুদ্রের ঢেউ গণনা করি না

ধূসর নীলিমায় খুঁজতে যাই না আর ভোরের শুকতারা

জোনাকির আলোয় স্বপ্নের বারতা

আমার হৃদয় বেলায় তোলে না জোছনার প্লাবন;

আমি স্বপ্নের করাল রূপ দেখেছি জীবনের বাঁকে বাঁকে,

ভালোবাসার নির্মল আঙিনায় দেখেছি স্বপ্নের বিবর্ণ চোরাবালি

দেখেছি শেওলা ধরা অথর্ব ভালোবাসা

স্বপ্নের ভারে ক্লান্ত, বেদনায় মুহ্যমান;

জীবনের ধানসিঁড়িতে তাই আর জাগে না

স্বপ্নের সম্মোহন, জাগে না নবজীবনের আহ্বান।

আমি তো বেশ আছি আমার ভালোবাসা নিয়ে...

আমার ভোরের ফুল, গোধূলির রং

পাখির ডানায় ঝলসানো রুপালি চাঁদ

এসব ভরিয়ে তোলে আমার অবারিত শূন্যতা

পরম স্নেহে, গভীর মমতায়...

স্বপ্নের উত্তরণে ব্যাপ্ত এ পৃথিবী আমার ভরে আছে

সারাক্ষণ বিপুল শ্যামলিমায়-অনাবিল স্নিগ্ধ ভালোবাসায়।