ডালিমের মতো রক্তপ্রবাহ বেড়ে যায়;
যদি একবার দেখতে পাই
সেই মুখ, সেই চোখ, উদ্দাম চুলের প্রবাহ।
বাঁকা দাঁতের হাসি
আমাকে পরিশুদ্ধ করে সবুজ শাকের মতো।
তুমি একবার হেঁটে গেলে আমার চোখে পৃথিবী সবুজ,
না দেখলেই কফির ক্যাফেইন বেড়ে যায় অন্ধত্বের ঝুঁকি।
তুমি রেগে গেলে বেড়ে যায় টনসিলের প্রদাহ
শান্ত হলে পুদিনার মেনথল করে প্রশমিত।
তুমি একবার ছুঁলেই রক্তনালি সচল হয়
হেরে যায় শীতের হৃদরোগ।