আকাশ ফুঁড়ে পালিয়ে যায় দুঃখধ্বনি
দুঃখ করো না! দুঃখ করো না।
যে মাছি ভনভন ওড়ে যায় লোকালয়ে
অথবা যে ঘুমের কপাট লাগায় নীতিভূত
ওজনহীন বত্রিশ আফিম সুন্দরী
বসে থাকে আগ্রহপূর্ণ নেলপলিশে।
ঘুমহীন পৃথিবীতে ঘুরে বেড়ায়
প্রতিবন্ধী নদীর উলঙ্গ হাওয়া
নিঃসঙ্গ ঘর ডাকে কম্পনহীন শীত
সুখহীন শহরে স্রোতহীন জল
অজস্র দানা! বেদনা! বেদনা!
মুখহীন মুখ কখনও কখনও হয়ে উঠে
কারও কারও দৃশ্য পোষার আতর আয়না!
দুঃখ করো না! দুঃখ করো না।