ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাসুম হাসান

মানুষ মূলত একা
মাসুম হাসান

কোটি কোটি শুক্রাণুর মিছিলে বিজয়ী

হব বলে সেই প্রথম ছুটেছিলাম একা,

আত্মপ্রকাশ হতে অন্তিম পথচলায়-

এ জীবন যুদ্ধের অনিশ্চিত পথ পরিক্রমায়

তুমি-আমি কেবলি একা একাকী,

কল্পনা বিলাসী হয়ে এই যে

স্বপ্নের এত এত রঙিন আয়োজন

প্রবৃত্তির দাসত্ব, প্রেম অথবা পূজায়

যে অগনিত মানুষের সম্মেলন, স্বকীয়তার

ভিন্নতায় সেখানেও তুমি-আমি একা,

জীবন নাটকের শুরু থেকে শেষ

বৈচিত্র্য ব্যবধানে মুহূর্ত অনিমেষ

ঘটনা দিগন্তের প্রয়োজনেই ধরণীতে

নানা মত ও পথের মানুষে মানুষে দেখা,

এই পৃথিবীর ক্ষণিকের জলসাঘরে

শতকোটি মুখের ভিড়েও মানুষ মূলত একা!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত