ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নুরুন্নাহার মুন্নি

দেনমোহর
নুরুন্নাহার মুন্নি

বৃষ্টি প্রহর, জোনাকি মেঘ, উড়ে যেতে যেতে

ক্লান্ত কোমল হাত চেপে ধরে নোনতা সময়

তেঁতুল তলার বিশুদ্ধ প্রেম-

রাজকীয় মুকুট পরাতে গিয়ে অচেনা হয়ে উঠে

বুভুক্ষু ক্ষুধায় টানে সরষে ফুল,

অথচ যাপিত জীবনের প্রেম

সাজানো থাকে বুকসেল্ফের ভেতর;

রং মৃদুলা আকাশে তাকিয়ে থাকতে থাকতে

চুলোর উপর চা পাতা শুকিয়ে যায়

গ্রীবার ভেতরটা পুড়িয়ে দেয় উত্তপ্ত দহন

উপর থেকে ঢেলে যাই অজস্র বরফকুচি

কষ্ট তবুও যেন কমে না,

তাই তো লক্ষ্য করে দেখি- দেনমোহরের কবুলে

ভালোবাসা দিয়েছে এবার বিদ্রোপ চিবানো হাসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত