ধুলোমলিন পথ মাড়িয়ে নগরে যাই
মুখোশের আড়ালে খুঁজি নাগরিক আয়না
খুঁজি সভ্যতার জীয়নকাঠি।
এলোমেলো পদভারে জর্জরিত পিচঢালা পথ
অসার কোলাহলে নিত্য জাগে
জরা ব্যাধির চেয়ে ভয়ানক অন্য অনেক ব্যাপার!
সাড়ম্বর আড়ালে মুখ লুকোয়
গণিকার চকিত চাহনি থমকে দাঁড়াই!
রঙচঙা বারান্দা শো’র আমন্ত্রণে হলগুলো উপচে ওঠে!
দৃশ্য অদৃশ্য হতাশা বুকে কাঁপছে নগর জীবন!